আওয়ামী লীগের নারী ও শিশু বিষয়ক উপকমিটি থেকে সদ্য বহিস্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে অভিযান চালাচ্ছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৭ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র্যাব। র্যাবের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে।
নানা কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি আ’লীগের উপকমিটির সদস্য হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি।
Leave a Reply