” প্রিয় বাংলাদেশ ”
এই হৃদয়েই আছে বাংলাদেশ
এই বাংলায় সুখে আছি বেশ..
এই প্রিয় বাংলায় জন্ম আমার
এই বাংলায় চির হোক না শেষ..!
এই প্রিয় বাংলার.. ফুল ফল
এতো পাখি ,নদী, মাটি জল..
এতো ছায়া.. স্নেহ, মায়া প্রেম
কোথা গেলে ভাই পাবি বল..?
এই বাংলায়.. শুভ ভোর হয়
নানান পাখ পাখালির সুরে..
এই বাংলায় আজান ভাসে
সব মসজিদ হতে ঘুরে ঘুরে.!
এই প্রিয় বাংলায় সব মিশে গেছে
আমার দেহ, তনু, মন সব সত্তা..
এই বাংলায় মাথা উঁচু সদা থাকি
এই মাটিতেই দাফন হোক আত্মা..!
Leave a Reply