” হে বীর মুসলিম ”
আমরা কি সত্যিই সেই বীর মুসলিম..?
যাহাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ)
যিনি কিনা মূর্তির বিরুদ্ধে কথা বলে
নমরুদ দ্বারা নিক্ষিপ্ত হলেন জলন্ত অগ্নিকুণ্ডে
আমরা কি সত্যিই সেই বীর মুসলিম..?
যাহাদের নবী হযরত ইয়াকুব (আঃ) ও হযরত ইউসুফ (আঃ)
বহু ইশ্বর বাদ মূর্তি ধ্বংস করে এক মহান আল্লাহ পাকে বিশ্বাসী ছিলেন
আমরা কি সত্যিই সেই বীর মুসলিম…?
যাহারা কিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা নবী মোহাম্মদ সাঃ এর প্রিয় উম্মত
যিনি কাবা বিজয় করার পর.. কাবা শরিফ হতে সরিয়ে ছিলেন ৩৬০ টি মূর্তি
আমরা কি সত্যিই সেই বীর মুসলিম..?
তবে কি করে আমরা মূর্তির পক্ষে গাইতে পারি
কোন রকম গান..?
আমরা কি সত্যিই তবে সেই বীর মুসলিম..?
হে প্রিয় বীর মুসলিম…হে প্রিয় বীর মুসলমান
মূর্তির পক্ষে কক্ষনো গাইতে পারে না কোন বীর মুসলিম কোন প্রকার গুন গান..!
(কবিতা)
আরিফ আরমান
Leave a Reply